আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ, সাপাহার শাখা
- আমাদের সম্পর্কে
- সেবা সমূহ
- প্রকল্প সমূহ
- মাসিক কার্যক্রম
- নিবন্ধন সংক্রান্ত তথ্য
- গ্যালারি
- ভবিষ্যত পরিকল্পনা
- কর্মকর্তা/কর্মচারী বৃন্দ
এনজিও সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস:
আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি) ২৭শে ডিসেম্বর ১৯৯৮ইং সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান একটি অরাজনৈতিক এবং অলাভজনক যা বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত। বর্তমানে এই সংগঠন দিনাজপুর, নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই সংগঠন এর প্রধান কার্যালয় দিনাজপুর বালুবাড়ীতে অবস্থিত। আঞ্চলিক কার্যালয় ১টি, মোবারকপুর, পন্তীতলা, নওগাঁয় । শাখা কার্যালয় ৩টি এর মধ্যে একটি মঙ্গলবাড়ী, জয়পুরহাট,একটি মধূইল পন্তীতলা, নওগাঁ, অপরটি সাপাহার নওগাঁ।
এই সংগঠন সমাজে পিছিয়ে পড়া মহিলা ও তাদের শিশু সন্তানদের ক্ষমতায়নে প্রতিজ্ঞা বদ্ধ। যারা সমাজে অবহেলিত, অজ্ঞ, দারিদ্রে পতিত তাদেরকে সংগঠিত করে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি ও পরিবেশ উন্নয়ন, প্রশিক্ষন, গৃহায়ন, স্বাস্থ্য সম্মত পয়ঃনিস্কাসন, বিশুদ্ধ পানি, নারী অধিকার, দূর্যোগকালীন ত্রান পূণর্বাসন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে কাজ করে যাচ্ছে।
সংগঠনের ভিশন:
একটি স্ব-নামধন্য, স্বনির্ভর প্রতিষ্ঠান তৈরী করা, যে প্রতিষ্ঠানটি সৃজনশীল, গবেষনা, মানবাধিকারের ভিত্তিতে সংগঠিতকরন এর মাধ্যমে শিক্ষিত, সুস্থ্য, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, শোষনমুক্ত, বৈষম্যহীন, ন্যায্য ও প্রতিবেশ বান্ধব স্থায়িত্বশীল সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।সংগঠনের মিশন:
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যোগ্য নেতৃত্ব ও দক্ষ জনবল তৈরী। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষন ও কৃষির মান সম্মত উন্নয়ন, আয়বৃদ্ধি, সম্পদের সুষ্ঠ ব্যবহার ও দারিদ্রতা হ্রাসে সক্রিয় ভূমিকা রাখা।সংগঠনের লক্ষ্যঃ
সুখী, সমৃদ্ধ, মর্যদাপূর্ন ও আতœনির্ভরশীল সমাজ গঠন।সংগঠনের উদ্দেশ্যঃ
লক্ষিত জনগোষ্ঠীর আয় ও কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও মৌলিক চাহিদা পূরন, দক্ষ মানব সম্পদ তৈরী, প্রতিবেশের ভারসাম্য রক্ষা, সামাজিক ক্ষমতায়ন, সম্পদের সুসমন্টন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন। অর্থাৎ:- সমমানের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা মানুষ ক্ষমতা তৈরি।
- স্বাস্থ্য সেবার মাধ্যমে স্বাস্থ্য নিশ্চিত করা।
- আয়বর্ধক কর্মকান্ডে মাধ্যমে জনগণের আর্থিক সক্ষমতা বিকাশ।
- সামাজিক সক্ষমতা বৃদ্ধি লক্ষিত জনগণকে সংগঠিত করার মাধ্যমে।
- সমান অধিকার এবং সম্পদের সমান বন্টন নিশ্চিত করা।
- স্থানীয় সম্পদের দরিদ্র মনুষের প্রাপ্যতা নিশ্চিত করা।
- নিরাপদ পানি, সুস্থ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি ব্যবহার নিশ্চিত করা।
- লিগ্যাল এইড এন্ড এডভোকেসির মাধ্যমে ভাল সম্পর্ক, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা।
- পরিবেশ-বান্ধব কৃষি বিকাশ।
- জৈব সার ও কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা।
সেবা সমূহ:
- স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদানের লক্ষে হাসপাতালের মাধ্যমে আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবা প্রদান।
- প্রাইমারি স্কুলের মাধ্যমে দরিদ্র পরিবাওে শিশুদের শিক্ষা ও কোকারিকুলাম শিক্ষা প্রদান।
- কৃষি ও পরিবেশ উন্নয়নের লক্ষে বসত ভিটায় সব্জি চাষ, উন্নত জাতের ফসল, বীজ, জৈবসার (ভার্মি কম্পোষ্ট) , মৌচাষ উৎপাদন প্রদর্শনী,
- সচেতনতা, উদ্বুদ্ধকরণ ও কর্মসংস্থানের লক্ষে কারিগরি প্রশিক্ষন।
- দরিদ্র, ভুমিহীন জনগনের জন্য গৃহায়ন কর্মসূচী।
- স্বাস্থ্য সম্মত পয়ঃনিস্কাসন (ল্যাট্রিন) বিররণ ও স্থাপন।
- বিশুদ্ধ পানিয় জলের লক্ষে টিউবওয়েল, কুপ-টিউবওয়েল স্থাপন।
- নারী অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও আইন সহায়তা প্রদান,
- দূর্যোগকালীন ত্রান িবতরণ ও পূণর্বাসন।
- সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষে অর্থনৈতিক সহায়তা (ঋন) প্রদান ইত্যাদি।
বর্তমান প্রকল্প সমূহ:
ক্রমিক নং | প্রকল্পের নাম | প্রকল্পের মেয়াদ |
০১। | ইন্টিগ্রেটেড রুরাল ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রজেক্ট (আইআরএফডিপি) ইন শিরন্টি এন্ড নির্মইল। | ১ জুলাই, ১৫ ইং-৩১ ডিসেম্বর, ১৮ ইং। |
০২। | হেলথ্্ এন্ড এডুকেশন প্রোগ্রাম ফর আনডার প্রিভিলিজ পিপুল ইন মোবারকপুর, পন্তীতলা, নওগাঁ। | ১ জানুয়ারী, ২০১৭ ইং হতে ৩১ ডিসেম্বর,২০২১ ইং পর্যন্ত। |
নিবন্ধন (নি: নং, সার্টিফিকেটের ছবি, সবশেষ নবায়নের তারিখ)
নিবন্ধন নং |
নবায়নের তারিখ |
১৫৩২ |
২১/১০/২০১৫ |
০৩২৬০-০১১৫৮-০০১০৮ |
২৫/০১/২০১৭ |
দিনাজ- ১৪২৫/৯৯ |
০৮/০৯/১৯৯৯ |
দিনাজ/৩৭৭/২০১৫ |
১৮/১১/২০১৫ |




ভবিষ্যৎ পরিকল্পনা:
- যুগউপযোগী আধুনিক প্রশিক্ষন কেন্দ্র ও কৃষিভিত্তিক গবেষনা উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র স্থাপন।
- অসহায় নির্যাতিত নারী ও শিশুদের আইন সহায়তা প্রধানকারী সংস্থা, সুবিধা জীবন মান উন্নয়নের জন্য সমন্বিত প্রকল্প বাস্তবায়ন ও বর্তমান সুবিধাভ’গীদের নিজেস্ব এসোসিয়েশানে রুপান্তরিত করা।
- একাধিক দাতা সংস্থার সাথে কাজের পরিধি বৃদ্ধি করা।
- বর্তমানে প্রাইমারি স্কুল দুইটিকে আধুনিক ও মানসন্মত উচ্চবিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
- এএসএসবি কে একটি টেকসই ও জাতীয় সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করা ইত্যাদি।
- এএসএসবির হাসপাতাল দুটিকে যুগোপযোগী, আধুনিক ও মানসম্মত হাসপাতালে রুপান্তরিতকরনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদেও মাঝে চিকিৎসাসেবা সহজিকরণ করা।
কর্মকর্তা কর্মচারীদের তালিকা
কর্মকর্তার নাম | পদবী | ঠিকানা | মোবাইল | ছবি |
মিনারা বেগম | নির্বাহী পরিচালক | আলী মঞ্জিল, বালবাড়ী, দিনাজপুর। | ০১৭১৪-০৬৭২৮২ | |
বেলাল উদ্দিন আহমেদ | প্রকল্প সমন্বয়কারী | মাষ্টারপাড়া, সাপাহার, নওগাঁ। | ০১৭১২-৬৮৭৯৯৭ | |
মো: সুলতান মাহমুদ | সহ: সমন্বয়কারী (আইজিএ) | পিতা:মো: তোফাজ্জল হোসেন গ্রাম: লক্ষন পাড়া পোষ্ট: লক্ষন পাড়া থানা: ধামুইর হাট জেলা: নওগাঁ। | ০১৭২৯-১১১৯৭০ | |
জয়ন্তী রানী | সহ: সমন্বয়কারী (ট্রেইনিং) | পিতা:পরিমল চন্দ্র গ্রাম: হোকডাঙ্গা পোষ্ট: সাতদরগাহ থানা: উলিপুর জেলা: কুড়িগ্রাম। | ০১৭৯৩-৮৫৮৮৩৬ | |
মো: মুনছুর আলী | সহ: সমন্বয়কারী (হেল্থ) | পিতা: মৃত: মোজাফ্ফর আলী গ্রাম: বিজুল কঞ্চিগাড়ী পোষ্ট: বিজুল মাদ্রাসা থানা: বিরামপুর জেলা: দিনাজপুর। | ০১৭২৯-৫২১২৫২ | |
০০ | সহ: সমন্বয়কারী (কৃষি) | |||
হাকিম মুরমু | হিসাব রক্ষক | পিতা: বুধরাই মুরমু গ্রাম: বাউপুকুর পোষ্ট: ওসমানপুর থানা: ঘোড়াঘাট জেলা: দিনাজপুর। | ০১৭২১-৭০১০২৮ | |
মো: সোহেল রানা | কম্পিউটার অপারেটর | পিতা: মো: ফরহাদ হোসেন গ্রাম: চৈতন্য পুর পোষ্ট: চকতৈয়ব থানা: ধামইর হাট জেলা: নওগাঁ। | ০১৭৩১-৮২১৫৮৮ | |
মো: হাবিবুর রহমান | ফিল্ড অর্গানাইজার | পিতা:মৃত: মমতাজ উদ্দিন গ্রাম: বড়থা পোষ্ট: রহমানপুর থানা: ধামইর হাট জেলা: নওগাঁ। | ০১৭২৯-৮১৫১২১ | |
মো: আনিছুর রহমান | ফিল্ড অর্গানাইজার | গ্রাম: মদনশিং পোষ্ট: সাপাহার থানা: সাপাহার জেলা: নওগাঁ। | ০১৭৫৬-৪১৩৯৪৫ | |
মো: মাহাবুব আলম | ফিল্ড অর্গানাইজার | গ্রাম: পাহাড়কাটা ধলাহার পোষ্ট: রহমানপুর থানা: পন্তীতলা জেলা: নওগাঁ। | ০১৭২৫-০৮৬৩২৩ | |
মো: আরিফুল ইসলাম | ফিল্ড অর্গানাইজার | গ্রাম: নানাইচ পোষ্ট: শল্পী বাজার থানা: ধামইর হাট জেলা: নওগাঁ। | ০১৭৫০-৮৬৬০১১ | |
মো: আব্দুর রশিদ | ফিল্ড অর্গানাইজার | গ্রাম: তিতপরইল পোষ্ট: বড়গ্রাম থানা: পোরশা জেলা: নওগাঁ। | ০১৭২৮-৫৮৬১০০ | |
মো: আরিফ বিল্লাহ | ফিল্ড অর্গানাইজার | গ্রাম: বালুকাডাঙ্গা পোষ্ট: ওড়নপুর থানা: সাপাহার জেলা: নওগাঁ | ০১৭১৯-৮৬৪১২৫ | |
মোসা: শাহিনুর | ফিল্ড অর্গানাইজার | গ্রাম: কোচকুড়লীয়া পোষ্ট: নিশ্চিন্তপুর থানা: সাপাহার জেলা: নওগাঁ। | ০১৭৮৯-০০৩৫৯১ | |
মোসা: সুরমা খাতুন | ফিল্ড অর্গানাইজার | গ্রাম: নজিপুর কলনী পাড়া পোষ্ট: পতœীতলা থানা: পতœীতলা জেলা: নওগাঁ। | ০১৭৫৫-৯২২৫৫৩ | |
মো: গোলাম আজম | ফিল্ড অর্গানাইজার (কৃষি) | গ্রাম: বইকন্ঠপুর পোষ্ট: পাতাড়ী থানা: সাপাহার জেলা: নওগাঁ। | ০১৭৭০-৬৩২৬৭৮ | |
মো: আলমগীর হোসেন | ফিল্ড অর্গানাইজার (কৃষি) | গ্রাম: গোপালপুর পোষ্ট: গোপালপুর থানা: সাপাহার জেলা: নওগাঁ। | ০১৭৯৩-৭৮৯৯১২ | |
মোসা: নিলুফার ইয়াসমিন | দর্জি প্রশিক্ষক | গ্রাম: ডাঙ্গাপাড়া পোষ্ট: সাপাহার থানা: সাপাহার জেলা: নওগাঁ। | ০১৭৪৭-৫৬৯১৩১ | |
মো: মাহফুজার রহমান | গাড়ী চালক | গ্রাম: বিজুল কঞ্চিগাড়ী পোষ্ট: বিজুল মাদ্রাসা থানা: বিরামপুর জেলা: দিনাজপুর। | ০১৭১৯-২৪৯৭৪৩ | |
মো: জালাল উদ্দিন | কেয়ার টেকার | গ্রাম: বিদ্যানন্দী পোষ্ট: নিশ্চিন্তপুর থানা: সাপাহার জেলা: নওগাঁ। | ০১৭৪৫-৫৯৮৯৭৩ | |
মো: শহিদুল ইসলাম | নৈশ প্রহরী | গ্রাম: নুরপুর গুচ্ছগ্রাম পোষ্ট: সাপাহার থানা: সাপাহার জেলা: নওগাঁ। | ০১৭৭৩-৪১৬৭২০ |